
চান্দিনার রামমোহনে দুই এনজিও কার্যালয়ে মধ্যরাতে লোমহর্ষক ডাকাতি ;
পুলিশ পরিচয়ে প্রবেশ, অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১০ লাখ টাকার মালামাল লুট
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
রামমোহন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পশ্চিম পাশে অবস্থিত “আমানউল্লাহ ভিলা” নামক একটি ভবনের দ্বিতীয় তলায় থাকা দুটি এনজিও— উদ্দীপন ও সিদিপ-এর
কার্যালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর তারা ভবনটিতে
থাকা সবাইকে হাত-পা বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পুরো অফিস তছনছ করে দেয়।
ডাকাতরা কার্যালয় দু’টি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়েছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী।