, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি; ভ্রাম্যমান আদালতের অভিযানে মালামাল জব্দ, আটক ২ চান্দিনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দ কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত । চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চান্দিনা প্রেস ক্লাবের মানববন্ধন কুমিল্লা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত চান্দিনার বরকইট ইউনিয়ন ২নং ওয়ার্ড পিহর গ্রামে বিএনপি আয়োজিত কর্মীসভা হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ চান্দিনার রামমোহনে দুই এনজিও কার্যালয়ে মধ্যরাতে লোমহর্ষক ডাকাতি ; পুলিশ পরিচয়ে প্রবেশ, অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১০ লাখ টাকার মালামাল লুট

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

  • প্রকাশের সময় : ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর এলাকায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ছয়জন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা২৪-এর প্রতিনিধি মঈন নাসের খান রাফি, দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ ও এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই হামলার প্রতিবাদে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।

প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপসসহ অন্য গণমাধ্যমকর্মীরা।

বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলের কিছু উগ্র নেতাকর্মী সাংবাদিকদের হুমকি ও ইঙ্গিতমূলক আচরণ করছে। এখনই তাদের লাগাম না টানলে ভবিষ্যতে সংবাদ বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, সংঘর্ষের সময় স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফের ওপর লোহার রড দিয়ে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে গুরুতরভাবে মারধর করতে দেখা যায়। তার সঙ্গে থাকা এসএ টিভির ভিডিও জার্নালিস্ট বাপ্পিও আহত হন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

হামলার ঘটনায় মামলার দাবি জানানো হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

প্রকাশের সময় : ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর এলাকায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ছয়জন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা২৪-এর প্রতিনিধি মঈন নাসের খান রাফি, দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ ও এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই হামলার প্রতিবাদে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।

প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপসসহ অন্য গণমাধ্যমকর্মীরা।

বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলের কিছু উগ্র নেতাকর্মী সাংবাদিকদের হুমকি ও ইঙ্গিতমূলক আচরণ করছে। এখনই তাদের লাগাম না টানলে ভবিষ্যতে সংবাদ বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, সংঘর্ষের সময় স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফের ওপর লোহার রড দিয়ে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে গুরুতরভাবে মারধর করতে দেখা যায়। তার সঙ্গে থাকা এসএ টিভির ভিডিও জার্নালিস্ট বাপ্পিও আহত হন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

হামলার ঘটনায় মামলার দাবি জানানো হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।