
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা: ফ্রি মেডিকেল ক্যাম্প
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২৮ জুলাই, ২০২৫ তারিখে জেলা সিভিল সার্জন কার্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অভিজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন রোগের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। বিশেষ করে, গর্ভবতী নারী, শিশু এবং বয়স্কদের স্বাস্থ্য সেবায় অগ্রাধিকার দেওয়া হয়।