
বিশেষ মহলের ষড়যন্ত্রে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজ
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
২৮জুন২০২৫,শনিবার
কুমিল্লার সিনিয়র সাংবাদিক ও দিনকালের ব্যুরো প্রধান শাহজাদা এমরান দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তরুণ সম্প্রতি নীলফামারীর নীলসাগর পর্যটন কেন্দ্রে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবার, সহকর্মী, এবং কুমিল্লার সাংবাদিক সমাজ।
গত দেড় দশকে যখন কুমিল্লার বহু সাংবাদিক স্বেচ্ছায় কিংবা প্ররোচনায় বিগত সরকারের শক্তির পাশে অবস্থান নিয়েছিলেন, এই দুই জন ছিলেন উল্টো স্রোতের সাহসী কণ্ঠস্বর ছিলেন। প্রতিবাদ, পেশাদারিত্ব ও ন্যায়বোধে আপসহীন ছিলেন তাঁরা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও যখন অনেক সুবিধাভোগীর দৌরাত্ম্য বেড়েছে, তখন এমরান ভাই ও তরুণের মতো মানুষেরা বারবার হয়েছেন কোণঠাসা।
এই নিখোঁজ ঘটনা নিছক দুর্ঘটনা নাকি তাৎপর্যপূর্ণ ষড়যন্ত্র। আমরা মনে করি, সত্যের পক্ষে দাঁড়ানো এই দুই সাংবাদিককে নিঃশর্তভাবে ও স্ব-মর্যাদায় পরিবারের কাছে ফেরত আনার দায়িত্ব রাষ্ট্রের।
এদিকে কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাঁদের খোঁজ ও মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।