
দোল্লাই নবাবপুরে মিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল
এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি।।
২৪জুন২০২৫,মঙ্গলবার
কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুরে মিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে এলাকাবাসী।
২৪ জুন সোমবার সকাল ১১টায় লেবাস গ্রামের নিহত মিশু হত্যা প্রতিবাদে লেবাস গ্রামের সর্বসাধারনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল আয়োজন করে।
সকলের একটাই দাবি ছিল; যারা মিশুকে হত্যা করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়।
মিশুর বোন বলেন, আমার ভাইকে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়।
রবিউল হাসান বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন মিশু কে যারা মেরেছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে তুলে দিবেন ।
মিছিল এর নেতৃত্ব দেন ইন্জি.কাজী শাখাওয়াত হোসেন, উপস্থিত ছিলেন মিশুর মো.মফিজ উদ্দিন বাবা, বোন মিতু,ফয়েজ মেম্বার, কামাল হোসেন, কাউসার,রবিউল হাসান সহ এলাকার তরুন,যুবক,মহিলা দিনমজুর,ব্যবসায়ী সহ এলাকার সর্বস্তরের জনগন।