, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি; ভ্রাম্যমান আদালতের অভিযানে মালামাল জব্দ, আটক ২ চান্দিনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দ কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত । চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চান্দিনা প্রেস ক্লাবের মানববন্ধন কুমিল্লা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত চান্দিনার বরকইট ইউনিয়ন ২নং ওয়ার্ড পিহর গ্রামে বিএনপি আয়োজিত কর্মীসভা হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ চান্দিনার রামমোহনে দুই এনজিও কার্যালয়ে মধ্যরাতে লোমহর্ষক ডাকাতি ; পুলিশ পরিচয়ে প্রবেশ, অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১০ লাখ টাকার মালামাল লুট

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৩২৬ পড়া হয়েছে

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি ।।২১জুন২০২৫,শনিবার

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ২১জুন,শনিবার চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ে।
এসএসসি’৭৩ ব‍্যাচের অংশগ্রহণে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ‍্যাপক (অবসরপ্রাপ্ত) ডা.কাজী মো. শামছুল আলম।
সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম মজুমদার,সাবেক ব‍্যাংক কর্মকর্তা আলহাজ্ব খোরশেদ আলমের সার্বিক ব‍্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ মো.আতিকুর রহমান,মো.আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হাসান(মাজু মিলিটারী),মো.নজির হোসেন সরকার,খন্দকার এসএম সালেহ উদ্দিন,সেলিম মজুমদার,এস এম বশির উল্লাহ,সুজিত নন্দী,আলহাজ্ব আব্দুল মালেক মাস্টার,সুধীর চন্দ্র দেবনাথ,আবুল কাশেম,মো.ছালামত উল্লাহ্,বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম,চান্দিনার মো.আনোয়ার হোসেন প্রমূখ।
দীর্ঘ ৫২বছর পর বন্ধুদের কাছে পেয়ে সকলে আবেগাপ্লুত হয়ে পরেন। সবাই একে অপরের সাথে কুশল বিনিময় শেষে আনন্দে মেতে উঠেন এবং স্কুলের স্মৃতিতে ফিরে যান। মধ‍্যাহ্নভোজ শেষে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম মজুমদার,মো.খোরশেদ আলম,সুজিত নন্দী,আব্দুল মালেক মাস্টার গান পরিবেশন করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর সবাই এসএসসি পাশ করেন এই ঐতিহ্যবাহী বিদ‍্যালয় থেকে।আলোচনা সভায় ৭৩ব‍্যাচ থেকে যারা মৃত্যু বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।৭৩ব‍্যাচ থেকে ২৩জন মৃত্যু বরণ করেছেন বলে উল্লেখ করেন।
পরিশেষে স্মৃতি বিজরিত প্রাণের বিদ‍্যাপীঠে সবাই একত্রিত হন এবং ফটোসেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় সকল বন্ধুদের পক্ষ থেকে রফিকুল ইসলাম মজুমদার জানান,আগামী ২৭ডিসেম্বর দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের ৮৫বছর পূর্তি প্রাক্তনদের পুনর্মিলনী অনুষ্ঠানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সবাই ঐক্যবভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।
এসয় ২৬জনের রেজিস্ট্রেশন চুড়ান্ত করেন এবং ৭৩ব‍্যাচের যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করার জন‍্য উদাত্ত আহ্বান জানান।

 

জনপ্রিয়

চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি ।।২১জুন২০২৫,শনিবার

দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি’৭৩ব‍্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ২১জুন,শনিবার চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ে।
এসএসসি’৭৩ ব‍্যাচের অংশগ্রহণে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ‍্যাপক (অবসরপ্রাপ্ত) ডা.কাজী মো. শামছুল আলম।
সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম মজুমদার,সাবেক ব‍্যাংক কর্মকর্তা আলহাজ্ব খোরশেদ আলমের সার্বিক ব‍্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ মো.আতিকুর রহমান,মো.আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হাসান(মাজু মিলিটারী),মো.নজির হোসেন সরকার,খন্দকার এসএম সালেহ উদ্দিন,সেলিম মজুমদার,এস এম বশির উল্লাহ,সুজিত নন্দী,আলহাজ্ব আব্দুল মালেক মাস্টার,সুধীর চন্দ্র দেবনাথ,আবুল কাশেম,মো.ছালামত উল্লাহ্,বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম,চান্দিনার মো.আনোয়ার হোসেন প্রমূখ।
দীর্ঘ ৫২বছর পর বন্ধুদের কাছে পেয়ে সকলে আবেগাপ্লুত হয়ে পরেন। সবাই একে অপরের সাথে কুশল বিনিময় শেষে আনন্দে মেতে উঠেন এবং স্কুলের স্মৃতিতে ফিরে যান। মধ‍্যাহ্নভোজ শেষে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম মজুমদার,মো.খোরশেদ আলম,সুজিত নন্দী,আব্দুল মালেক মাস্টার গান পরিবেশন করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর সবাই এসএসসি পাশ করেন এই ঐতিহ্যবাহী বিদ‍্যালয় থেকে।আলোচনা সভায় ৭৩ব‍্যাচ থেকে যারা মৃত্যু বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।৭৩ব‍্যাচ থেকে ২৩জন মৃত্যু বরণ করেছেন বলে উল্লেখ করেন।
পরিশেষে স্মৃতি বিজরিত প্রাণের বিদ‍্যাপীঠে সবাই একত্রিত হন এবং ফটোসেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় সকল বন্ধুদের পক্ষ থেকে রফিকুল ইসলাম মজুমদার জানান,আগামী ২৭ডিসেম্বর দোল্লাই নোয়াবপুর আহসান উল‍্যাহ উচ্চ বিদ‍্যালয়ের ৮৫বছর পূর্তি প্রাক্তনদের পুনর্মিলনী অনুষ্ঠানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সবাই ঐক্যবভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।
এসয় ২৬জনের রেজিস্ট্রেশন চুড়ান্ত করেন এবং ৭৩ব‍্যাচের যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করার জন‍্য উদাত্ত আহ্বান জানান।