
বিশ্বাস করতে পারছি না! ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ
এখন চান্দিনা।। আন্তর্জাতিক নিউজ ডেস্ক।।
১৩জুন ২০২৫, শুক্রবার
প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় যখন চারিদিকে হাহাকার, তখন কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। হৃদয় বিদারক পোস্টে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা শেয়ার করলেন।
কাছের মানুষকে হারালেন পায়েল
ছয় সেকেণ্ডের রুদ্ধশ্বাস একটা মুহূর্ত। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়েছিল বিমানটি। গন্তব্যস্থল ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক বিমানবন্দর। ২০০ জনের বেশি যাত্রী নিয়ে উড়েছিল এয়ার ইন্ডিয়ান এই বিমানটি। উড়ানের ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ভয়াবহ দুর্ঘটনার পর এখনও অনেক যাত্রীদের খোঁজ মেলেনি। অনেকের দেহ শনাক্তও করা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় যখন চারিদিকে হাহাকার, তখন কাছের বন্ধুকে হারিয়ে শোকবিহ্বল বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। হৃদয় বিদারক পোস্টে বন্ধুকে হারানোর যন্ত্রণা শেয়ার করলেন।