
এখন চান্দিনা ।।নিজস্ব প্রতিবেদক।।
১১জুন২০২৫,বুধবার
কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ জুন) সকাল ৯টায় উজানীর ক্বারী ইব্রাহিম (রহ.) এর কবর জেয়ারত শেষে শুরু হওয়া এই শোডাউন।
নবাবপুর-মহিচাইল-মাধাইয়া-কুটম্বপুরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে চান্দিনা মোকামবাড়ি ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
শোডাউনে পাঁচ শাতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।