
চান্দিনার মাইজখারে ওয়ার্ড সভা অনুষ্ঠিত
খোকা চৌধুরী।। চান্দিনা প্রতিনিধি।।
“নিজের চাহিদা নিজেই বলব, উন্নয়নে
ভূমিকা রাখব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে একটি ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আলিকামোড়া গ্রামে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন “উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, এর সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। ইউপি সদস্য জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পরিষদ প্রশাসক ফয়সাল আল নুর। সভায় বক্তারা বাল্যবিবাহ
রোধ, মাদক নির্মূল, আঞ্চলিক সড়ক উন্নয়ন, কৃষি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। মাইজখার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক এর সঞ্চালনায় স্থানীয় বাসিন্দা মো. কুদ্দুস মিয়া, রকিবুল আলম মান্নান সহ অন্য বক্তারা গ্রামীণ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন এবং মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ ও কৃষি উন্নয়নের জন্য প্রস্তাব দেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, স্থানীয় সমাজকর্মী, স্বাস্থ্য ও কৃষি প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।