
কুমিল্লা কারাগারে হ/ত্যা মাম/লার আসামির কোলে নবজাতক
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
লোহার শিক, উঁচু দেয়াল, কড়া প্রহরা—এই কঠোর পরিবেশেই জন্ম নিল এক শিশু। সোমবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এক কক্ষে প্রথমবার পৃথিবীর আলো দেখে সে। জন্মের সঙ্গে সঙ্গেই কারাগারের নীরবতা ভাঙে তার প্রথম কান্নায়।
কারা সূত্র জানায়, কয়েক মাস আগে গর্ভবতী অবস্থায় ওই নারীকে হ/ত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পুরো গর্ভকালজুড়ে তাকে কারা চিকিৎসকরা নিয়মিত দেখভাল করেছেন। প্রসব বেদনা উঠলে ভোরে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার রাত ১০টায়ও মা-শিশু কারাবন্দি ওয়ার্ডে ভর্তি ছিলেন। শহরজুড়ে চলছে আলোচনার ঝড়—শিকের আড়াল থেকে জীবনের প্রথম আলো দেখা এই শিশুর ভবিষ্যৎ কেমন হবে?