, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চান্দিনার রসুলপুর বাজারে বিএনপির পথসভা। চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান ১২ দরজা-জানালা ও তিন কক্ষে টাইলস সংস্কার কাজে ২০ লাখ টাকার অস্বাভাবিক বরাদ্দ, অর্থ লুট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কমিশন আদায় চান্দিনায় যুবদল নেতার নাম ভাঙ্গিয়ে কমিশন আদায়: কোটি টাকার বালু সিন্ডিকেট ছাত্র সংসদ নির্বাচন আর মাঠের রাজনীতি এক কথা নয় : রেদোয়ান আহমেদ চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস কর্মস্থলে অনুপস্থিত সাড়ে ৩ শ মিটার রিডার ও লাইন ম্যান; কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চান্দিনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকসু-২০২৫ নির্বাচনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে চান্দিনা নবাবপুরে অমিত কুমার বণিক সড়কের পাশে গাছগুলো যেন বিজ্ঞাপনের ‘ফ্রি হোর্ডিং বোর্ড‌; চান্দিনায় সাইনবোর্ড ঝুলানোর নামে গাছে গাছে নির্বিচারে মারা হচ্ছে পেরেক

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস

  • প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস

।।খোকা চৌধুরী।।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।

জনপ্রিয়

চান্দিনার রসুলপুর বাজারে বিএনপির পথসভা।

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস

প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস

।।খোকা চৌধুরী।।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।