
কুমিল্লায় ডিবি পুলিশের এসআই পবিত্র সরকারের বিরুদ্ধে ইয়াবা গোপনের অভিযোগ
।।কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র সরকারের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট গোপনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদকবিরোধী অভিযানে আটককৃত এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে মাত্র ৪ হাজার পিস।
গত ৮ সেপ্টেম্বর (২০২৫) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকার বাতাবাড়িয়া মোড়ে শাহাজান হোটেলের সামনে পূর্বের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি এবারগ্রিন পরিবহনের বাসে অভিযান চালিয়ে সাব্বির হোসেন ওরফে জেমস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই পবিত্র সরকার। তাঁর সঙ্গে ছিলেন এএসআই ফিরোজ আলম, কনস্টেবল ইমরান আহাম্মদ (নম্বর–৬৬২), কনস্টেবল মো. ইকবাল আজাদ (নম্বর–৪০২) ও কনস্টেবল আনোয়ার হোসেন (নম্বর–১২৫৪)
স্থানীয়দের দাবি, সাব্বির হোসেনের কাছে প্রায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেলেও মামলায় দেখানো হয়েছে মাত্র ৪ হাজার পিস। বাকি ইয়াবা গোপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক এ বিষয়ে এসআই পবিত্র সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগটি সত্য হলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাঁদের ভাষায়, “রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত।”
তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সমাজের সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যদি এ ধরনের অনিয়ম থেকে যায়, তাহলে মাদকবিরোধী যুদ্ধ ব্যাহত হবে। তাঁরা স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।