
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
রিপোর্ট: খোকা চৌধুরী
।।চান্দিনা প্রতিনিধি।।
৬সেপ্টেম্বর(শনিবার )১২নং বরকরই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায়
জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল ও বরকরই ইউনিয়ন যুবদল নেতা বাবুল গাজীর যৌথ সঞ্চালনায়
যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় ;সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদল সদস্য ফজলুল হক পাটোয়ারী মুকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
প্রধান বক্তা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন বশির।
বিশেষ অথিতি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু,চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.কাইয়ূম খান,বিএনপি নেতা আনোয়ার পারভেজ শিমুল।
বক্তব্য রাখেন- বরকরই ইউনিয়ন বিএনপি নেতা বাশার মেম্বার,মো.শহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,শাহজালাল প্রধান প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন বলেন,দীর্ঘ ৪০বছর বিএনপি করে আসছি। আওয়ামী দুঃশাসনের সময় অনেক অত্যাচার সহ্য করেছি;জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং ৫আগস্টের পর দীর্ঘদিন কারারুদ্ধ থাকার পর নতুন জীবন ফিরে পেয়েছি।
তিনি আরো বলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা -৭(চান্দিনা) থেকে দল আমাকে মনোনয়ন দিবে।আর যদি দল থেকে মনোনয়ন না পাই ;দল যাকে প্রার্থী দিবেন তাঁর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় চান্দিনা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।