চান্দিনার মাধাইয়া-নবাবপুর সড়কের প্রাথমিক সংস্কার কাজ শুরু
রিপোর্ট: খোকা চৌধুরী
।।চান্দিনা প্রতিনিধি।।
অবশেষে চান্দিনার মাধাইয়া-নবাবপুর সড়কের যাত্রীদের জন্য সুখবর!
৪ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০ টায় মহিচাইল সংস্কার কাজের উদ্বোধন করলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও সর্বস্তরের মানুষকে সংস্কার কাজে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রথম ধাপে মাধাইয়া থেকে রসুলপুর পর্যন্ত প্রাথমিক সংস্কার কাজ চলবে। দ্বিতীয় ধাপে পরবর্তী সড়ক যান চলাচল উপযোগী করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক। তিনি জানান, উপজেলা প্রশাসনের বিশেষ বাজেটে এই সংস্কার শুরু হচ্ছে। সড়ক সংস্কার কাজে ইটের সুড়কি, বালু ব্যবহার করা হবে। রোলার মেশিনও ব্যহৃত হবে, যাতে সড়ক যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এনসিপি নেতা আবুল কাসেম অভি।