
ঈদে মিলাদুন্নবীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করতে হবে বিভিন্ন আয়োজন
।।নিউজ ডেস্ক।।
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মসহ ইসলামের বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করতে হবে বিভিন্ন আয়োজন। এর মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে জানা যায়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।
এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন।