
চান্দিনা গল্লাই ইউনিয়ন (এলডিপির) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউজ ডেস্ক:-
শনিবার (৩০ আগস্ট) বিকেলে কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন (এলডিপি) অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
এসময় বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সমাবেশ স্থলে মিছিল নিয়ে উপস্থিত হন।
সভায় প্রধান অতিথি ড. রেদোয়ান আহমেদ সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।
তিনি বলেন প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসে একটা সংস্কার ও বিচার ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারে নাই। তিনি সকলকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
কর্মীসমাবেশে গল্লাই ইউনিয়ন এলডিপির সভাপতি
আবুল কাশেম এর সভাপতিত্বে ও গল্লাই ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুলতান মুহিম আহমেদ রবিন, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক ইয়াসমিন জামাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন,
চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবু তাহের, গল্লাই ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি জামাল গাজী সহ ইউনিয়নের সকল নেতাকর্মী। পরে প্রধান অতিথি গল্লাই ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।