কুমিল্লা চান্দিনায় গৃহবধূকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
রিপোর্ট :আনিসুর রহমান (আনাস)
২৮ আগস্ট(বৃহস্পতিবার) কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়ন উত্তর জোয়াগ মাস্টার বাড়িতে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টায় মৃত আনোয়ার হোসেন ছেলে রাকিবুল ইসলাম (২৫) বিরুদ্ধে নিজ গৃহবধূকে তামান্না আক্তার,(২১) পিতা আবুল খায়ের মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়
অভিযুক্ত রাকিবুল ইসলাম ও তার মা একসাথে ঘরে ছিল হঠাৎ চিৎকার আওয়াজ শোনা যায় ,আওয়াজ শুনে এলাকাবাসী উপস্থিত হয় উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম ও তার মা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গৃহবধূকে মারার পর রাকিবুল ইসলাম, তার শশুরকে কল দিয়ে বলে আপনার মেয়ে মারা গেছে, খবর শুনে এসে বাড়িতে স্থানীয় লোকজন ছাড়া আর কাউকে দেখতে পায়নি।
৬নং ওয়ার্ডের আনার মেম্বার এর সাথে স্থানীয় লোকজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এতে আহত হয়েছেন নয়ন আহমেদ(২৬) নামের একজন ।
রাকিবুল ইসলাম এবং তামান্না আক্তারের বিয়ে হয় ৬ মাস আগে, সংসার ঠিক মতোই চলছিল, গত দুই মাস আগে থেকে তামান্না আক্তারের ওপর আসে নির্মম নির্যাতন, তামান্না আক্তার কে বারবার নির্যাতন করতে থাকে যৌতুকের জন্য, ২ লক্ষ টাকা দাবি করে এবং স্বর্ণালংকার দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে অভিযুক্ত রাকিবুল ইসলাম।
তামান্না আক্তার এর বাবা-মা
জোয়াগ ইউপি মেম্বার ও স্থানীয় মাতব্বরের কাছে অভিযোগ করা হলে মাতবর সালিশ করে তাদের বিচার করে, বিচার করার পরও নির্যাতন চালাতে থাকে তামান্নার উপর অভিযুক্ত রাকিবুল ইসলাম।
ঘটনাটি খবর পেয়ে ছুটে আসেন চান্দিনা থানার সাব ইন্সপেক্টর রায়হান হোসেন,
সাংবাদিকের বলেন তামান্না আক্তারকে ময়নাতদন্ত করার জন্য নিয়ে যাচ্ছি তারপর তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
তামান্না আক্তারের মা জানিয়েছেন আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি তাদের সঠিক বিচার চাই আমার মেয়েকে যেভাবে মেরেছে তাদেরকে এভাবে মারতে হবে। আমার মেয়েকে রাকিবুল ইসলাম এবং রাকিবের মা ছেলে-মা মিলে আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের সঠিক বিচার চাই ।
যৌতুকের জন্য যেন আমার মেয়ের মত আর অন্য কোন মেয়ের ক্ষতি না হয় তাদের সঠিক বিচার চাই।