
দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করার ঘোষণা রেদোয়ান আহমেদের;
এনসিপি বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
রিপোর্ট : খোকা চৌধুরী
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্ধারিত প্রতীক ‘ছাতা’ নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি অংশ গ্রহণ করবে বলেও নিশ্চিত করেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন- এলডিপি থেকে আমরা বিএনপি’র নেতৃত্বাধীন জোট ও যুগপৎ আন্দোলনের সাথী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবো। সেখানে চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক থাকবে না। নির্বাচনের বিধিমালায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জোটের প্রার্থী হলে নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। সুতরাং আমি এলডিপি’র প্রার্থী হয়ে ছাতা মার্কা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
চাঁদাবাজি নিয়ে তিনি বলেন- জামায়াত ইসলামীসহ এনসিপি নামে একটি চোরের দল হয়েছে। তারা চাচ্ছে দেশে যাতে নির্বাচন না হয়। দেশে নির্বাচন না হলে তাদের একটা বড় সুবিধা। নির্বাচন ছাড়া তারা সরকারের সকল সুবিধা নিয়ে সকল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বসে আছে। এনসিপি বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে আয় করেছে। সেই চোরদের ধরার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এই চাঁদাবাজি বিএনপি’র জন্য একটা বড় অভিশাপ। তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমস্ত খবর পেলে অভিযুক্ত ওই চাঁদাবাজদের বিরুদ্ধে দলের সদস্যপদ বাতিলসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। আমার দল এলডিপি’র বিরুদ্ধে সারা বাংলাদেশে কোথাও কোন চাঁদাবাজির অভিযোগ নেই।
৫নং ওয়ার্ড এলডিপি সভাপতি আব্দুস সালাম এর এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. শাহ্ আলম।
পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর এলডিপি সহ-সভাপতি আব্দুস সামাদ কমিশনার, সাংগঠনিক সম্পাদ হারুনুর রশিদ সরকার, এলডিপি নেতা ওয়াহিদুজ্জামান পিয়াল, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম সরকার মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মোবারক হোসেন মোবা, ৫নং ওয়ার্ড গণতান্ত্রিক যুবদল সভাপতি ফছিহউর রহমান বাবু, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি শওকত হোসেন, ৫নং ওয়ার্ড গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মাহাদি হাসান মিরাজ, সাধারণ সম্পাদক কাজী জিহাদ প্রমুখ। পরে ৫নং ওয়ার্ড এলডিপি, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।