
দেশে ফেরার চিন্তায় আতঙ্কিত সাবেক ছাত্রলীগ নেতা: রয়েছে নিরাপত্তা ঝুঁকি
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
।। নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ও গল্লাই ইউনিয়নের সাবেক ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক কর্মী মাসুদ হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন। ২১ বছর বয়সী এই তরুণ জানান, দেশে ফেরার ক্ষেত্রে তার ওপর রাজনৈতিক প্রতিশোধ, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
ছাত্র রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয় কলেজ জীবন থেকেই। তিনি ঢাকা কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মঠ, সৎ ও সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পরবর্তীতে ঢাকার তিতুমীর কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নের সময় নিয়মিতভাবে ছাত্রলীগের মিছিল,
সভা-সমাবেশ এবং রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেন।
তিনি গল্লাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসেবে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাসুদ স্থানীয় নেতৃবৃন্দের আস্থাভাজন হিসেবে সংগঠনের বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলে, বিরোধী রাজনৈতিক দলের শাসনামলে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। মাসুদ হোসেনও এই প্রতিহিংসার শিকার হন।
তার অভিযোগ, “নতুন ক্ষমতাসীন দলের কিছু উগ্র সমর্থক আমাকে টার্গেট করে। আমাকে একাধিকবার ফোনে ও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দুইবার আমাকে শারীরিকভাবে আক্রমণ করে আহত করা হয়। আমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হেনস্তা করা হয়েছে।
বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন,”আমি খুবই উদ্বিগ্ন। দেশে ফিরলে তারা আমাকে আক্রমণ করতে পারে, এমনকি হত্যা করতেও পিছপা হবে না। আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তবে দেশে ফিরতে ভয় পাচ্ছি। আমি শুধু একটি নিরাপদ জীবন চাই, যেখানে আমি রাজনৈতিক মতাদর্শের কারণে নির্যাতিত হব না।”
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিশোধ একটি দীর্ঘদিনের সমস্যা এবং বিশেষ করে ক্ষমতা বদলের সময় বিরোধী দলগুলোর কর্মীদের উপর দমনমূলক পদক্ষেপ নেয়া হয়ে থাকে। এর শিকার হন স্থানীয় পর্যায়ে সক্রিয় রাজনীতিকরাও।