চান্দিনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দ
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
চান্দিনা পৌরসভার হারং-মধ্যপাড়া ২নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী,চান্দিনা ক্যাম্প এবং চান্দিনা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান-কালে অবৈধভাবে নকল সিলযুক্ত কোমল পানীয়
এবং নকল যৌন উত্তেজক পণ্য তৈরির জন্য ইহান ফুড এন্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক
সহ কয়েকজনকে ঘটনাস্থলে আটক করা হয়।
প্রায় ৫০০০ পিস নকল স্টিকারযুক্ত ভেজাল কোমল পানীয়
বোতল, ৪০০০ পিস নকল যৌন উত্তেজক ঔষধ এবং এসব
ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দ করে
তাৎক্ষণিকভাবে ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।
আটককৃত দুইজন ব্যক্তিকে ০৬ মাস করে কারাদণ্ড প্রদান
করেন ভ্রাম্যমাণ আদালত।