চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
যত্রতত্র দোকানপাট বসিয়ে, মালামাল রেখে রাস্তাঘাট দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং মুরগী বাজারে ওজনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ০৯আগস্ট( শনিবার) চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
এসময় রাস্তায় অবৈধভাবে পাইপ, কাটা গাছ এবং ইট রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য একাধিক মামলায় বিভিন্নজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া লাইসেন্স ব্যতীত অনুমোদনহীনভাবে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রয়ের অপরাধে দুইটি বেকারি দোকানকে ৭০০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ফলের দোকান এবং হকারদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সহ যেখানে সেখানে ময়লা- আবর্জনা যাতে না ফেলে সে বিষয়ে সচেতন করা হয়।