চান্দিনার জোয়াগে বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত
।।এখন চান্দিনা।।
আলিফ মাহমুদ কায়সার।।কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনার জোয়াগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট শনিবার বিকেলে উক্ত ইউনিয়নের জোয়াগ লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন ফ্যাসিবাদী আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের জন্য দল আমাকে মূল্যায়ন করে মনোনিত করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এজন্য বিএনপিকে আরোও শক্ত হাতে ঐক্য বদ্ধ থেকে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
সমাবেশে জোয়াগ ইউনিয়ন বিএনপির সাবেক
সহ সভাপতি অধ্যাপক আলী আশরাফ এর সভাপতিত্বে
প্রধান ব্ক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।
এসময় বিএনপি কাতার শাখার যুগ্ম সম্পাদক বাবুল গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ভূইয়া,কুমিল্লা উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মন্জুরুল ইসলাম মঞ্জু,চান্দিনা উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহজালাল প্রধান,কুমিল্লা উত্তরজেলা তাঁতী দলের সদস্য সচিব জসিম উদ্দিন,উপজেলা তাঁতী দলের আহবায়ক আবুল বাশার মেম্বার,সদস্য সচিব জসিম উদ্দিন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন তালুকদার,উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন প্রধান।
এসময় আরোও উপস্থিত ছিলেন বরকরই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলুল হক পাটোয়ারি মুকুল, ছাত্রদল নেতা আবু হানিফ, এরশাদউল্যাহ,সাদেক,মাসুদ রানা,বাদল সরকার,রাকিব, জালালসহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।