প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১০:৫৯ এ.এম
চান্দিনায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ!
চান্দিনায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ!
খোকা চৌধুরী।। চান্দিনা,কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভাঙ্গারি ব্যবসা, পিছনে সবজি বাগানের পরিচর্যা করে আসছেন মো. লিটন নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী। পুঁইশাক, পালং শাক ও ঢেঁড়স সহ নানা শাক-সবজির সাথে পরিচর্যার কমতি নেই গাঁজা গাছেরও! ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চারা গাঁজা গাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করে আসছেন ওই ভাঙ্গারি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে
গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি তার অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি গাঁজার কাঁচা পাতাসহ হাতেনাতে আটক করে তাকে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনগত রাত সাড়ে ৯ টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙ্গারী দোকান থেকে তাকে আটক করা হয়। আটক গাঁজা চাষী মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। চান্দিনা থানার উপ পরিদর্শক (এস.আই) মো. ইমাম হোসেন জানান- সে দীর্ঘদিন যাবৎ স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজা গাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত