বিয়ে করা আর হলো না রিপনের;বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অ*সু*-স্থ অতঃপর মৃত্যু
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
১আগস্ট(শুক্রবার) কুমিল্লার চান্দিনার ডুমুরিয়া গ্রামের রিপন বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অ*সু*-স্থ,অতঃপর প্রা*ণ গেল।
বিয়ে বাড়ির আনন্দ রূপ নিলো বি*-ষা*দে। অমিত কুমার রিপন সরকার বর সেজে বরযাত্রী নিয়ে ঢাকার রূপগঞ্জে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অ*সু*-স্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চি*কি*ৎসাধীন অবস্থায় প্রা*-ণ গেল ।বিয়ে করা আর হলো না।তার মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।