কুমিল্লা মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাস চাপায় এক দর্শকের মৃ*ত্যু
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
রিপোর্ট।।আলিফ মাহমুদ কায়সার।।
কুমিল্লা মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাস চাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
এসময় আরো ৫জন আহত হয় বলে জানা গেছে।
নিহত গিয়াস উদ্দিন দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খেলার মাঠের দর্শকদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।