
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চান্দিনায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লায় চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদলের নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাধাইয়া-রহিমানগর সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর দক্ষিণ বাজারে শেষ হয়। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন-কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএন কেন্দ্রীয় কমিটির নেতা মোফাজ্জল হোসেন বশির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।