
আচ্ছালামুআলাইকুম।
সন্মানিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ,
অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, DNHS এর প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর দ্বিতীয় ধাপের শেষ দিন পর্যন্ত আশানুরূপ রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ। অনেক সিনিয়র ও জুনিয়র প্রাক্তন ছাত্রছাত্রী গন রেজিস্ট্রেশন কার্যক্রম ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। কার্যকরী কমিটি আলোচনা ও পর্যালোচনা করে সর্বশেষ তৃতীয় ধাপে ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখার এবং এটাই সর্বোশেষ তারিখ এবং এরপর আর কোন ধাপ / তারিখ দেওয়া হইবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন। যারা অফ লাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সহিত জড়িত আছেন তারা এই সময়ের মধ্যেই On Line করে ফেলবেন। On Line করতে ব্যর্থ হলে Form গুলো রনি সাহেব/হালিম সাহেবের নিকট জমাদানের জন্য অনুরোধ করা হলো।
মোহাম্মদুল্লাহ
সম্পাদক
আয়োজক কমিটি।