
চান্দিনার বড়ইয়া কৃষ্ণপুরে মিয়াজি বাড়ি সংলগ্ন পুকুরে এক অজ্ঞাতনামা যুবককে বস্ত্রহীন ও অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে
এখন চান্দিনা।। নিউজ ডেস্ক।।
১৫জুলাই মঙ্গলবার, সকালে বড়ইয়া কৃষ্ণপুর মিয়াজি বাড়ি সংলগ্ন একটি পুকুরে এক অজ্ঞাতনামা যুবককে বস্ত্রহীন ও অচেতন অবস্থায় পানিতে পাওয়া যায়।
যুবকটির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। যদি কেউ তাকে চিনে থাকেন, কিংবা তার পরিবারের কোনো সদস্যকে চেনেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ:01606687414
01879334643