
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতে ই*য়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড
এখন চান্দিনা ।। নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনায় ই*য়াবা সেবন ও পরিবহনের দায়ে মো. আক্তার হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ৩ পিস ই*য়াবা ট্যাবলেট এবং ই*য়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার দোতলা গোবিন্দপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আ-ট-ক করা হয়। সে দোতলা গোবিন্দপুর গ্রামের মৃত আবদুর রশিদ এর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় চান্দিনা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, মা-দ-ক-দ্র-ব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মাধ্যমে আটককৃতকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।