, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি; ভ্রাম্যমান আদালতের অভিযানে মালামাল জব্দ, আটক ২ চান্দিনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ভেজাল পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দ কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত । চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চান্দিনা প্রেস ক্লাবের মানববন্ধন কুমিল্লা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত চান্দিনার বরকইট ইউনিয়ন ২নং ওয়ার্ড পিহর গ্রামে বিএনপি আয়োজিত কর্মীসভা হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ চান্দিনার রামমোহনে দুই এনজিও কার্যালয়ে মধ্যরাতে লোমহর্ষক ডাকাতি ; পুলিশ পরিচয়ে প্রবেশ, অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১০ লাখ টাকার মালামাল লুট

কুমিল্লা শিল্পকলা একাডেমীতে সৈয়দ ড.আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) স্মরণে কনফারেন্স সম্পন্ন

  • প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৩৪ পড়া হয়েছে

কুমিল্লা শিল্পকলা একাডেমীতে সৈয়দ ড.আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) স্মরণে কনফারেন্স সম্পন্ন

এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।

ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা, ইরাক বসরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ফেদায়ে পাক-পাঞ্জাতান আলাইহিমুস সালাম, মেহমানে গাউছুল আযম (রহ.), গাউছে জামান, মোজাদ্দেদে দ্বীনও মিল্লাত, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউছে পাক (রহ.) শেখ শাহজাদা সৈয়দ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) ১৪২৬ হিজরীর ১৭ মুহাররম পর্দা করেন। হুজুর ক্বেবলার স্মরণে প্রতি বছরের ন্যায় ১৩ জুলাই, রবিবার বিকাল ৩ঃ২৪ মিনিট হতে অনুষ্ঠিতব্য কনফারেন্স প্রধান অতিথি হিসাবে আগমন করেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউছে পাক (রহ.) বহু দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) পীরে ক্বেবলা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উৎবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।
কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ দেলোয়ার হোসেন আল্-ক্বাদেরী শাহপুরী এর সভাপতিত্বে, কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শরীফুল ইসলাম আল্-ক্বাদেরী শাহপুরী এর আহ্বানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- মুনাজিরে আজম পীরজাদা মূফতি শাহ্ নুরুজ্জামান আল্-ক্বাদেরী, এনায়েতপুর দরবার শরীফ, কচুয়া।
প্রধানবক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মিশর আযহার বিশ্ববিদ্যালয় থেকে ফারাগ সৈয়দ মূফতি হাফেজ ক্বারী মুহাম্মদ আলাউদ্দিন আল্ আযহারি, উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানিয়া দরবার শরীফ, কুমিল্লা।
রবিবার বিকাল ৩ঃ২৪ মিনিট হইতে কুরআন তিলাওয়াত, নাতে মোস্তফা (সাঃ), কাসিদায়ে সোবহানিয়া, বাগদাদী (রাঃ) হুজুরের জীবনী সম্পর্কে স্মৃতি চারণ মূলক আলোচনা, আল্লাহ আল্লাহ জিকির, জিকরে হোসাইন (রাঃ) দরূদ ক্বিয়াম শরীফ আখরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
মাওলানা গোলাম হাসান আল্-ক্বাদেরী শাহপুরী ও আল-আমিন জনি শাহপুরীর সঞ্চালনায় উক্ত কনফারেন্সে প্রখ্যাত আলেম ওলামা, বিভিন্ন খানকা শরীফ ও জিকিরেন কাফেলার পরিচালকবৃন্দ, জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিকও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কনফারেন্সে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, সভাপতি, আহ্বায়ক ও অতিথিদের জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

জনপ্রিয়

চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও চেক বিতরণ

কুমিল্লা শিল্পকলা একাডেমীতে সৈয়দ ড.আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) স্মরণে কনফারেন্স সম্পন্ন

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

কুমিল্লা শিল্পকলা একাডেমীতে সৈয়দ ড.আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) স্মরণে কনফারেন্স সম্পন্ন

এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।

ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা, ইরাক বসরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ফেদায়ে পাক-পাঞ্জাতান আলাইহিমুস সালাম, মেহমানে গাউছুল আযম (রহ.), গাউছে জামান, মোজাদ্দেদে দ্বীনও মিল্লাত, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউছে পাক (রহ.) শেখ শাহজাদা সৈয়দ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহ.) ১৪২৬ হিজরীর ১৭ মুহাররম পর্দা করেন। হুজুর ক্বেবলার স্মরণে প্রতি বছরের ন্যায় ১৩ জুলাই, রবিবার বিকাল ৩ঃ২৪ মিনিট হতে অনুষ্ঠিতব্য কনফারেন্স প্রধান অতিথি হিসাবে আগমন করেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউছে পাক (রহ.) বহু দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) পীরে ক্বেবলা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উৎবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।
কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ দেলোয়ার হোসেন আল্-ক্বাদেরী শাহপুরী এর সভাপতিত্বে, কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শরীফুল ইসলাম আল্-ক্বাদেরী শাহপুরী এর আহ্বানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- মুনাজিরে আজম পীরজাদা মূফতি শাহ্ নুরুজ্জামান আল্-ক্বাদেরী, এনায়েতপুর দরবার শরীফ, কচুয়া।
প্রধানবক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মিশর আযহার বিশ্ববিদ্যালয় থেকে ফারাগ সৈয়দ মূফতি হাফেজ ক্বারী মুহাম্মদ আলাউদ্দিন আল্ আযহারি, উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানিয়া দরবার শরীফ, কুমিল্লা।
রবিবার বিকাল ৩ঃ২৪ মিনিট হইতে কুরআন তিলাওয়াত, নাতে মোস্তফা (সাঃ), কাসিদায়ে সোবহানিয়া, বাগদাদী (রাঃ) হুজুরের জীবনী সম্পর্কে স্মৃতি চারণ মূলক আলোচনা, আল্লাহ আল্লাহ জিকির, জিকরে হোসাইন (রাঃ) দরূদ ক্বিয়াম শরীফ আখরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
মাওলানা গোলাম হাসান আল্-ক্বাদেরী শাহপুরী ও আল-আমিন জনি শাহপুরীর সঞ্চালনায় উক্ত কনফারেন্সে প্রখ্যাত আলেম ওলামা, বিভিন্ন খানকা শরীফ ও জিকিরেন কাফেলার পরিচালকবৃন্দ, জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিকও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কনফারেন্সে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, সভাপতি, আহ্বায়ক ও অতিথিদের জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।