
জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের
এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম বাবর
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
০৯জুলাই২০২৫,বুধবার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা অনুমোদিত ০৮জুলাই হতে পরবর্তি ৬মাসের জন্য জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন সহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাইফুল ইসলাম বাবর সভাপতি মনোনীত হন।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব,দুলাল চন্দ্র মজুমদার শিক্ষক প্রতিনিধি,মোশারফ হোসেন মুরাদকে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।এ অডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়।