৪২-এ থমকে গেল কাঁটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার জীবন।
এখন চান্দিনা।।নিউজ ডেস্ক।।
২৮জুন২০২৫,শনিবার
২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন শেফালি। শোনা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। এই মুহূর্তে মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতেই স্বামী পরাগ ত্যাগী ও তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই প্রাণ হারিয়েছেন।
খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বহু ভক্ত ও সহকর্মী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁরা শেফালিকে স্মরণ করছেন একজন “উজ্জ্বল, নির্ভীক” শিল্পী হিসেবে, যিনি পপ সংস্কৃতির জগতে রেখে গিয়েছেন গভীর ছাপ।
শেফালি পেছনে রেখে গেলেন তাঁর স্বামী পরাগ ত্যাগীকে।