মোঃ জসিম উদ্দিন চান্দিনার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যায়ের এডহক কমিটির সভাপতি মনোনীত
এখন চান্দিনা।।নিজস্ব প্রতিনিধি।।
২১জুন২০২৫,শনিবার
মোঃ জসিম উদ্দিন মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অনুমোদনে
ঐতিহ্য বাহী কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যায়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকবৃন্দ নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান।