
পঞ্চম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! কিশোর গ্রেপ্তার
এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি।।
২১জুন ২০২৫,শনিবার
কুমিল্লার চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর সিয়াম (১৪) কে আটক করেছে পুলিশ।
চাঞ্চল্য করে ঘটনায় ভুক্তভোগী কিশোর মায়ের লিখিত অভিযোগে পেয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগোইগ্রাম থেকে শুক্রবার দিনে তাৎক্ষণিক থানা পুলিশ অভিয়ান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শ্রীপুর ইউনিয়নের শরিফপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার সময় গত কয়েকদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের আবদুল কাদের বাবুর্চির ছেলে সিয়াম (১৪)। বিষয়টি সিয়ামের পরিবার ও প্রতিবেশীকে জানালে ক্ষিপ্ত হয়ে কিশোর সিয়াম ১৯ই জুন বৃহষ্পতিবার বিকেল ৫ ঘটিকার সময় আমার মেয়েকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় আমার ভাসুর আহসান উল্লাহর কাঠের বাগানে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে। বিষয়টি আহসান উল্লাহ দেখে আমাকে জানালে তাৎক্ষণিক মেয়েকে উদ্ধারের চেষ্টায় বাগানে গেলে সিয়াম উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।