
চান্দিনার সময় ২৪ সর্বোচ্চ ভিডিও শেয়ারকারী পুরস্কার ও ১০০k+ ফলোয়ার উদযাপন
এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি।।
২০জুন২০৫,শুক্রবার
চান্দিনার নবাবপুর বাজার নুরানি চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে উদযাপন করা হলো চান্দিনার সময়২৪ ১০০k+ফলোয়ার ও সর্বোচ্চ ভিডিও শেয়ারকারী ৫জনকে দেওয়া হলো বিশেষ পুরস্কার।
জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ মানবিক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুল ইসলাম ভূইঁয়া।বিশেষ অতিথি ছিলেন ডা.হাবিবুর রহমান রিপন ভূইঁয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর চান্দিনা প্রতিনিধি সাংবাদিক আলিফ মাহমুদ কায়সার,দৈনিক দেশসেবা পত্রিকার চান্দিনা প্রতিনিধি সাংবাদিক খোকা চৌধুরী,প্রিয় চান্দিনার সম্পাদক মোশারফ হোসেন সহ আগত অতিবৃন্দ।