
নবাবপুর-মাধাইয়া সড়কে ট্রাক উল্টে মহিচাইল ইউনিয়ন পরিষদ ভবনের প্রাচীর ভেঙ্গে গেল
এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি।।
১৮জুন২০২৫,বুধবার
১৮জুন,বুধবার সকালে নবাবপুর-মাধাইয়া সড়কে মহিচাইলে রাস্তার বিভিন্ন খানাখন্দ ও গর্তের কারণে ট্রাক উল্টে মহিচাইল ইউনিয়ন পরিষদের প্রাচীর সহ কয়েকটি গাছ ভেঙে যায়।
নবাবপুর-মাধাইয়া সড়ক টি চান্দিনা উপজেলার একটি ব্যস্ততম সড়ক।প্রতিদিন বিভিন্ন ধরনের কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়কে;তাছাড়া চাঁদপুর,লক্ষীপুর ও নোয়াখালী জেলার লোকজন এ সড়কে প্রতিদিন যাতায়াত করছে ।চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়েনর মধ্যে মাধাইয়া,মহিচাইল,মাইজখার,গল্লাই,দোল্লাই নবাবপুর,বরকরই ও জোয়াগ সহ ৬টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এই সড়কে যাতায়াত করে।অনেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা সহ চান্দিনা ও কুমিল্লায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস-আদালতে কর্মব্যস্ত থাকেন এবং দিনে দিনে গন্তব্যস্থলে ফিরে যান। দীর্ঘ ১৩কিলোমিটার এই সড়কটির প্রায় ১১কিলোমিটার খানাখন্দকে ভরপুর।মাধাইয়া থেকে নবাবপুর যেতে যেখানে ১৫মিনিট সময় লাগত এখন সেখানে ১ঘন্টা সময় লাগছে।মোট কথা জনদূর্ভগের চরম শিখরে চলে গেছে।তাছাড়া ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুন।নিন্মমানের কাজের কারনে রাস্তার স্থায়িত্ব থাকছে না।এলাকাবাসীর একটাই আকাঙ্ক্ষা; কখন এই রাস্তা মেরামত হবে।কে করবে এই রাস্তার সংস্কার?