দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি'৯৩ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয়ের ৮৫বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন-২০২৫ উপলক্ষে একদিনে রেকর্ড ৪৬জনের রেজিস্ট্রেশন সম্পন্ন
এখন চান্দিনা ।। নিজস্ব প্রতিনিধি ।।
১৫জুন২০২৫,রবিবার
দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি'৯৩ ব্যাচের শিক্ষার্থীরা আসন্ন দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৮৫বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন-২০২৫ উপলক্ষে একদিনে রেকর্ড ৪৬জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
আগামী ৩০জুন-২০২৫ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি নবাবপুর বাজারের রনি কম্পিউটার,আনিস কম্পিউটারে যোগাযোগ করুন।
অথবা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
পুনর্মিলনী ২০২৫ রেজিস্ট্রেশন ফর্ম প্রাপ্তির স্থান / ব্যক্তির নাম সমূহ :
------------------------------------------------------------
১. মো: আ: মান্নান, দোল্লাই নোয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (০১৭২৭২৯৭৪৩১)
২. মো: জসীমউদ্দিন, দোল্লাই নোয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (০১৭৩২৭৮৮৩৪৮)
৩. মো: আব্দুল হালিম মজুমদার (01814-447084)
৪. মো: শাহিন খান, নাটিংগী (০১৫৮০৮১২০২৫)
৫. মেহেদী হাসান, ব্যাবসা (ঔষধ), দোল্লাই নোয়াবপুর দক্ষিন বাজার (০১৮৮২৮৮৬৬৬১)
৬. মো: জাহিদ হাসান (০১৮৩০৪৪০৪৪১)
৭. মো: নাফিস মজুমদার (২০২২), (০১৮২৬৬২০০০৭)
৮. মো: জাকির হোসেন, (কাপড় ব্যবসায়ী, হাইস্কুল রোড) (01719376123)
৯. মো: সাব্বির হোসেন (২০২৩) (০১৬০০৮০৮২৩৬)
১০. মো: আবু নাছের মজুমদার, হরিনচাতুরি (+8801817506071)
১১. শংকর চন্দ্র দাস, নারাচো। (01718684494)
১৩. আনাস রহমান রাফি (২০২৩) (০১৮৯৫৪৮০২৬৬)
১৪. সিয়াম (২০২২) (০১৮৬৮৯১৪১১৯)
১৫. হাবিবুর রহমান, নাটিংগী (01819002578)
১৬. মো: শাহজালাল, সুরিখলা (01716451853)
১৭. মো: নাহিয়ান (২০১৮), কইকরই (01646174353).
১৯. নরুল ইসলাম মাষ্টার (বিচুনদাইর) (01813235175)
২০. বিল্লাল (মাষ্টার), (01818714650)
২১. মো: নরুল ইসলাম (২০২৪) (০১৯৫১৭৬২৩২৮)
২২. মো: শাহজাহান শিকদার (01815401010)
২৩. মো: শাহজাহান (সুরিখলা) (01835903459)
২৪. মো: রায়হান (২০১২), আমিন লাইব্রেরি (01858595355)
২৫. মো: খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক, দোল্লাই নোয়াবপুর আহছান উল্যাহ উচ্চ বিদ্যালয় (০১৭১৯৮৫১৩২৩)