‘অন্তবর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
কুমিল্লার চান্দিনায় কেরনখালে কর্মী সমাবেশে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদএখন চান্দিনা।।নিজস্ব প্রতিনিধি।।
১৪জুন২০২৫, শনিবারশুক্রবার (১৩ জুন) বিকেলে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের পূর্ব অম্বরপুর মন্তেরহাটখোলায় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন-
‘অন্তবর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। পাশাপাশি এর জন্য সংস্কার ও পতিত আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জুলাই-আগস্ট হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করা। অধিকাংশ রাজনৈতিক দল চায় ডিসেম্বরেই নির্বাচন হোক। আমরা আশা করবো ড. ইউনূস এই সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেবেন।সাবেক প্রতিমন্ত্রী ড.রেদোয়ান আহমেদ আরও বলেন- ‘সংবিধান সংশোধন বা পুনর্লিখন অন্তবর্তী সরকারের কাজ নয়। নির্বাচিত সরকার ছাড়া বা জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায় না।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন- ‘দুবাই বা অন্য কোন বিদেশী সংস্থাকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দেয়া যাবে না। ২৫ বছর আগে এই টার্মিনালের মাধ্যমে ৪ বিলিয়ন ডলার এক্সপোর্ট করা হতো। বর্তমানে ৪০-৪৫ বিলিয়ন ডলার আয় হয়। দেশীয় কোম্পানী এবং দেশীয় শ্রমিকরাই এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে।’উপজেলা গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় ও এলডিপি নেতা মো. শহিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, এলডিপি নেতা জালাল উদ্দিন কালা চেয়ারম্যান। স্বাগত বক্তৃতা করেন- এলডিপি নেতা অধ্যাপক রুহুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেরণখাল ইউনিয়ন এলডিপি সভাপতি সার্জেন্ট (অব.) আবদুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. শরীফ, পৌর কৃষকদল সভাপতি মোবারক হোসেন মোবা, পৌর গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক বাকী বিল্লাহ, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।