, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চান্দিনার রসুলপুর বাজারে বিএনপির পথসভা। চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান ১২ দরজা-জানালা ও তিন কক্ষে টাইলস সংস্কার কাজে ২০ লাখ টাকার অস্বাভাবিক বরাদ্দ, অর্থ লুট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কমিশন আদায় চান্দিনায় যুবদল নেতার নাম ভাঙ্গিয়ে কমিশন আদায়: কোটি টাকার বালু সিন্ডিকেট ছাত্র সংসদ নির্বাচন আর মাঠের রাজনীতি এক কথা নয় : রেদোয়ান আহমেদ চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস কর্মস্থলে অনুপস্থিত সাড়ে ৩ শ মিটার রিডার ও লাইন ম্যান; কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চান্দিনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকসু-২০২৫ নির্বাচনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে চান্দিনা নবাবপুরে অমিত কুমার বণিক সড়কের পাশে গাছগুলো যেন বিজ্ঞাপনের ‘ফ্রি হোর্ডিং বোর্ড‌; চান্দিনায় সাইনবোর্ড ঝুলানোর নামে গাছে গাছে নির্বিচারে মারা হচ্ছে পেরেক

জমির হালনাগাদ রেকর্ড বিডিএস শুরু হয়েছে, রেকর্ডে ভুল হলে যা হবে।

  • প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৬০ পড়া হয়েছে

জমির হালনাগাদ রেকর্ড বিডিএস শুরু হয়েছে, রেকর্ডে ভুল হলে যা হবে।

এখন চান্দিনা।।অনলাইন ডেস্ক।।
প্রকাশিত: ১৪ জুন ২০২৫,শনিবার

সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) সম্পর্কিত জরিপ প্রক্রিয়া ও ভূমি রেকর্ড সংশোধনে ভূমি মালিকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপে ভূমি মালিকদের অসচেতনতা ও প্রস্তুতির অভাবে অনেক সময় জমির রেকর্ড সঠিক মালিকের নামে না হয়ে অন্য ব্যক্তির নামে হওয়ার ঘটনা ঘটছে। এ সমস্যা এড়াতে ভূমি মালিকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

সিরাজ প্রামাণিক পাঁচটি করণীয় বিষয় উল্লেখ করেন:

১. মালিকানার প্রমাণাদি প্রস্তুত রাখা: জমির দলিলপত্র, নামজারি খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন করের দাখিলা ইত্যাদি নিশ্চিতভাবে সংগ্রহ ও প্রস্তুত রাখতে হবে, যাতে জরিপকারীদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করা যায়।

২. জমির সীমানা নির্ধারণ ও চিহ্নিতকরণ: জমির বর্তমান ভৌগোলিক অবস্থান সঠিকভাবে নিশ্চিত করতে জমির আইল সোজা রাখা, সীমানা পিলার বসানো ও যথাযথ নকশা প্রস্তুত রাখা জরুরি, যাতে মাঠ পর্যায়ে জরিপকারীরা সহজে সীমানা চিহ্নিত করতে পারেন।

৩. খানপুরি পর্চা গ্রহণ ও যাচাইকরণ: জরিপ দল জমি পরিদর্শন শেষে জমির দাগ নম্বর, খতিয়ান, মালিকের নাম, ঠিকানা, দলিল নম্বর ইত্যাদি বিবরণ সংবলিত খানপুরি বা মাঠ পর্যায়ের পর্চা তৈরি করে এবং তা মালিককে বুঝিয়ে দেয়।

৪. তথ্য ও দলিল পর্যালোচনা: সকল তথ্য খতিয়ে দেখে ভুল বা বিভ্রান্তি যেমন দাগ বিভাজন, নাম বা ঠিকানায় ভুল থাকলে নির্ধারিত ফর্ম পূরণ করে ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

৫. সংশোধনের আবেদন: নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন না করলে রেকর্ড চূড়ান্ত হয়ে যাবে এবং পরবর্তীতে সংশোধনের জন্য দেওয়ানী আদালতের সাহায্য নিতে হবে।

সিরাজ প্রামাণিক ভূমি মালিকদের এসব নির্দেশনা মেনে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান যাতে তারা তাদের সম্পত্তির সঠিক মালিকানা নিশ্চিত করতে পারেন।

 

জনপ্রিয়

চান্দিনার রসুলপুর বাজারে বিএনপির পথসভা।

জমির হালনাগাদ রেকর্ড বিডিএস শুরু হয়েছে, রেকর্ডে ভুল হলে যা হবে।

প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জমির হালনাগাদ রেকর্ড বিডিএস শুরু হয়েছে, রেকর্ডে ভুল হলে যা হবে।

এখন চান্দিনা।।অনলাইন ডেস্ক।।
প্রকাশিত: ১৪ জুন ২০২৫,শনিবার

সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) সম্পর্কিত জরিপ প্রক্রিয়া ও ভূমি রেকর্ড সংশোধনে ভূমি মালিকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপে ভূমি মালিকদের অসচেতনতা ও প্রস্তুতির অভাবে অনেক সময় জমির রেকর্ড সঠিক মালিকের নামে না হয়ে অন্য ব্যক্তির নামে হওয়ার ঘটনা ঘটছে। এ সমস্যা এড়াতে ভূমি মালিকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

সিরাজ প্রামাণিক পাঁচটি করণীয় বিষয় উল্লেখ করেন:

১. মালিকানার প্রমাণাদি প্রস্তুত রাখা: জমির দলিলপত্র, নামজারি খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন করের দাখিলা ইত্যাদি নিশ্চিতভাবে সংগ্রহ ও প্রস্তুত রাখতে হবে, যাতে জরিপকারীদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করা যায়।

২. জমির সীমানা নির্ধারণ ও চিহ্নিতকরণ: জমির বর্তমান ভৌগোলিক অবস্থান সঠিকভাবে নিশ্চিত করতে জমির আইল সোজা রাখা, সীমানা পিলার বসানো ও যথাযথ নকশা প্রস্তুত রাখা জরুরি, যাতে মাঠ পর্যায়ে জরিপকারীরা সহজে সীমানা চিহ্নিত করতে পারেন।

৩. খানপুরি পর্চা গ্রহণ ও যাচাইকরণ: জরিপ দল জমি পরিদর্শন শেষে জমির দাগ নম্বর, খতিয়ান, মালিকের নাম, ঠিকানা, দলিল নম্বর ইত্যাদি বিবরণ সংবলিত খানপুরি বা মাঠ পর্যায়ের পর্চা তৈরি করে এবং তা মালিককে বুঝিয়ে দেয়।

৪. তথ্য ও দলিল পর্যালোচনা: সকল তথ্য খতিয়ে দেখে ভুল বা বিভ্রান্তি যেমন দাগ বিভাজন, নাম বা ঠিকানায় ভুল থাকলে নির্ধারিত ফর্ম পূরণ করে ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

৫. সংশোধনের আবেদন: নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন না করলে রেকর্ড চূড়ান্ত হয়ে যাবে এবং পরবর্তীতে সংশোধনের জন্য দেওয়ানী আদালতের সাহায্য নিতে হবে।

সিরাজ প্রামাণিক ভূমি মালিকদের এসব নির্দেশনা মেনে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান যাতে তারা তাদের সম্পত্তির সঠিক মালিকানা নিশ্চিত করতে পারেন।