
চান্দিনার নবাবপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪জন
এখন চান্দিনা।। নিজস্ব প্রতিনিধি।।
১৪জুন২০২৫,শনিবার
কুমিল্লার চান্দিনা নবাবপুরে মোটরসাইকেল ও ট্রাকট্রারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত হয়েছেন চার জন।
এই অভিযোগে দুই জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। মামলা অভিযোগ যানাযায়, শুক্রবার রাত সারে নয়টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নবাবপুর আটচাইল রাস্তার মাথায় ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
আহতরা হলেন খলিল মেম্বারের ছেলে সাকিব ও সাকিল,মফিজুর রহমানের ছেলে বিসু ও মুজাহের রহমানের ছেলে ইয়াসিন।
আটক হয়েছেন মৃত ইয়াসিনের ছেলে সোহেল, রফিকুল ইসলামের ছেলে বাবুল।