
কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হজমের গুরুতর সমস্যা দেখা দিয়েছে আপনার শরীরে?
এখন চান্দিনা ।। ডেস্ক রিপোর্ট।।
১৩ জুন ২০২৫, শুক্রবার
Unhealthy Guts: অনেকদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে আপনি জল খেলেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এমন মনে হবে। অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না।
Digestive Issues: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হজমের গুরুতর সমস্যা দেখা দিয়েছে আপনার শরীরে?
আমাদের শরীরে অনেক সময়েই বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেগুলিকে আমরা খুব সাধারণ উপসর্গ ভেবে একেবারেই পাত্তা দিই না, অবহেলা করি। অথচ এইসব লক্ষণই কিন্তু জানিয়ে দেয় যে আমাদের শরীর-স্বাস্থ্যে বড়সড় গন্ডগোল হতে চলেছে। কারণ হজমশক্তির কার্যত বারোটা বেজে গিয়েছে। দুর্বল হয়ে পড়েছে অন্ত্রের স্বাস্থ্য। তাই জটিল রোগ হওয়ার আগেই এইসব লক্ষণ চিনে নেওয়া জরুরি।
কোন কোন লক্ষণ শরীরে দেখা দিলে খুব সহজেই বুঝে নিতে হবে যে হজমের ক্ষত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বা দিতে চলেছে, জেনে নিন
বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণই পেটে একটা চিনচিনে ব্যথা, অস্বস্তি হতে পারে। কিছু খেলেই মনে হবে পেটে যেন ব্যথা হচ্ছে। এই বুঝি বাথরুমে দৌড়াতে হবে আপনাকে।
বদহজমের সমস্যা মানে খাবার সঠিক ভাবে হজম না হওয়া। এর ফলে চোঁয়া ঢেকুর উঠতে পারে। সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেকুর উঠতে থাকলে এখনই সাবধান হওয়া জরুরি।
অনেকদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে আপনি জল খেলেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এমন মনে হবে। অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না।
সামান্য কিছু খেলেও অনেকেরই টকজল ঢেকুর উঠতে থাকে। এর অন্যতম কারণ বদহজমের সমস্যা। এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করলে বিপদ বাড়বে।
খাবার দেখলে অনীহা, খিদে না থাকা, গা-গোলানো এবং বমিভাবে এগুলি বদহজমের কারণেই দেখা যায়। তাই এইসব উপসর্গ পরপর কয়েকদিন দেখা দিলে অবহেলা করবেন না।
বদহজমের সমস্যা থেকে প্রবলভাবে গ্যাসের অসুবিধাও দেখা দিতে পারে। সারাক্ষণ গলায় চাপ লাগতে পারে আপনার। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। আপনারা হয়তো ভাবেন জল খেলেই সমস্যার সমাধান হবে। কিন্তু তা নাও হতে পারে। বরং জটিল সমস্যা তৈরি হতে পারে। তাই শুরু থেকেই সাবধানে থাকা জরুরি।
বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আইঢাই করবে। মনে হবে যেন পেট ফুলে ফেঁপে রয়েছে। সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে। এইসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা বদহজমের সমস্যা অবহেলা করলে পরবর্তীতা পেটের বড় রকমের সমস্যা দেখা দিতে পারে। যাঁদের প্রচণ্ড অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে অনেকদিন ধরে, বুঝতে হবে আপনার বদহজমের সমস্যা রয়েছে ভালরকম। বদহজমের সমস্যা ভাজাভুজি, তেলমশলা, ঝাল খাবার এড়িয়ে চলুন। সহজপাচ্য খাবার খান। সঠিক পরিমাণে পানি পান করুন।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।