
ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
এখন চান্দিনা ।। আন্তর্জাতিক ডেস্ক।।
প্রকাশ : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এএনআই’র প্রতিবেদন অনুসারে, বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।